করোনায় মৃত্যু: যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ২,৬০০ জন
নিউইয়র্ক, ১৬ এপ্রিল ২০২০, বৃহস্পতিবারঃ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে ২ হাজার ৬০০ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানায়।
চলমান পরিসংখ্যান থেকে জানা যায়, "গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ২ হাজার ৫৬৯ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৩২৬ জনে দাঁড়ালো। এ... সংখ্যা অন্য যেকোন দেশের চেয়ে অনেক বেশি। সেইসঙ্গে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে বর্তমানে মোট ৬ লাখ ৩৬ হাজার ৩৫০ জনে দাঁড়ালো।
"আমরা করোনাভাইরাসে নতুন করে আক্রান্তের চরম থাবা থেকে বেরিয়ে এসেছি" প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ধ্যার আগে এমন কথা বলার পর এ রেকর্ড মৃত্যুর সংখ্যা প্রকাশ পেল। করোনাভাইরাস লকডাউন তুলে নিতে বৃহস্পতিবার তিনি প্রথম দফার পরিকল্পনা ঘোষণা করবেন।
মন্তব্য